কুষ্টিয়ায় জামায়াতের নায়েবে আমীরসহ ৫ নেতাকর্মী আটক
কুষ্টিয়ায় জামায়াতের নায়েবে আমীরসহ ৫ নেতাকর্মী আটক
দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার আশংকায় কুষ্টিয়ায় জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসাইনসহ জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দীক জানান, কুষ্টিয়া মডেল থানা পুলিশ গভীর রাতে কুষ্টিয়ায় জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মোশাররফ হোসাইনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
একই সময়ে খোকসা থানা পুলিশ খোকসা পৌর জামায়াতের সভাপতি ও কাউন্সিলর আব্দুর রাজ্জাককে আটক করে।
এছাড়াও গোয়েন্দা পুলিশ জগতি এলাকা থেকে সুজন নামের এক ছাত্রশিবির কর্মীকে ও দৌলতপুর থানা পুলিশ আক্কাস আলী নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে। দেশব্যাপী নাশকতা করতে পারে এমন আশংকা থাকায় এদেরকে আটক করা হয়েছে।
আজ তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়। জামায়াতের নায়েবে আমীর বেশ কয়েকটি মামলায় জামিনে ছিলেন। তবে গত ২৮ অক্টোবর একটি মামলার পলাতক প্রধান আসামি ছিলেন বলে জানা যায়।
এদিকে একটি সূত্র জানায়, পুলিশ ঐ রাতে জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আলী মোহাম্মদ মহসিনের কালিশংকপুর বাসায় হানা দিলেও তিনি সেখানে না থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।