কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

13/05/2015 11:49 amViews: 10
কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে দুই  পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত আমিরুল ইসলাম (৪৫) স্থানীয় বাদল মন্ডলের ছেলে।এঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে।বুধবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান ময়নুদ্দিন বিশ্বাস ও সুলতান কটা গ্রুপের লোকজনদের মধ্যে এই সংঘর্ষ বাধে। এসময় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

এলাকাবাসীরা জানান, আগামী ইউপি নির্বাচনে উজানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে সাবেক চেয়ারম্যান বারুইপাড়ার ময়নুদ্দিন বিশ্বাস ও গত নির্বাচনে পরাজিত সুলতান কটা’র মধ্যে বিরোধ চলে আসছে। আজ (বুধবার) সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় সুলতান কটার লোকজনদের ধারালো অস্ত্রের আঘাতে ময়নুদ্দিন বিশ্বাস গ্রুপের আমিরুল ইসলাম নিহত হয়। অন্তত পক্ষে ৫ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুর হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply