কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

26/06/2021 11:50 amViews: 5

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ২২৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ শতাংশ। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের।

এদিকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল শুক্রবার থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল নামে যাত্রা শুরু করেছে। হাসপাতালের তত্বাবধায়ক আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে এখনও প্রজ্ঞাপন জারি না হলেও শুক্রবার থেকে কাজ শুরু করা হয়েছে। এখনও কিছু কাজ বাকি আছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, ২০০ শয্যা করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন পড়লে বাকিগুলোও করা হবে। তিনি বলেন, কমিউনিটি পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ায় রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।

হাসপাতালের অন্য রোগীদের কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতাল ও আদ-দ্বীন হাসপাতালে সরিয়ে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।’
এদিকে লকডাউন কার্যকর করার জন্য পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হচ্ছে নিয়মিত। গতকাল শুক্রবার জেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে করোনা স্বাস্থ্য বিধি না মানার অভিযোগে ২৪টি মামলায় ২৫ জনের ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০ জুন মধ্য রাত থেকে ২৭ জুন মধ্যেরাত পর্যন্ত ৭দিনের কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। আজ তার ষষ্ঠ দিন।

Leave a Reply