কুষ্টিয়ার মিরপুরে জামাইকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার চার মাইল তাঁতিবন্ধ এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে জহুরুল ইসলাম জয় (৪৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার শ্বশুর বাড়ির লোকজন।
বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জয় কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার মৃত শফিউদ্দিন শেখের ছেলে ও কুষ্টিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাঈমুল ইসলামের ছোট ভাই।
নিহতের বড় ভাই পৌর কাউন্সিলর নাঈমুল ইসলাম জানান, কিছু দিন ধরে
জয়ের সঙ্গে তার স্ত্রীর বড়ভাই শহিদুলের পারিবারিক বিরোধ চলে আসছিল। বুধবার রাতে ঈদ উপলক্ষে জয় শশুর বাড়িতে বেড়াতে যায়। এ সময় শহিদুল ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে জয়কে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনায় পর শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।