কুষ্টিয়াতে ছওয়াবের পক্ষ থেকে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কুষ্টিয়ায় ২০ জন এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ছওয়াব নামের একটি এনজিও প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া হররা আলিফ একাডেমী মাঠে এতিম ছাত্রছাত্রীদের মাঝে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেকের জন্য ৫০ কেজি চাল, ৮ কেজি তেল, ৮ কেজি ডাল, ২ কেজি লবন, দুই প্যাকেট ৮০০ গ্রাম দুধ, ৪ কেজি ছোলা, পোশাক ১ সেট, জুতা ১ জোড়া, ২ কেজি মুড়ি ও ২ বক্স চকলেট। উক্ত মালামাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সওয়াবের ডিরেক্টর অপারেশনস মোহাম্মাদ আফতাবুজ্জামান, সহকারী ম্যানেজার -প্রোগ্রাম মোঃ লোকমান হোসাইন, সিনিয়র প্রোগ্রাম অফিসার আবুসাঈদ মোল্লা, হেড অব এডমিন এন্ড এইচ আর সিরাজুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী বিশ্বাস।
প্রধান অতিথি পস্থিত জনগণকে তার বক্তব্যে বলেন, একজন এতিমদের মাঝে এই রকম খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণ করা অত্যন্তবিরল। তাই আমি সওয়াবের ডিরেক্টর সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও সকলের সুস্বাস্থ্য কামনা করছি। যেন তারা আগামীতে আরও বেশি করে এতিমদের খোঁজখবর রাখতে পারে ও বিতরণ করতে পারে। আমি এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ছওয়াবের ডিরেক্টর অপারেশনস মোহাম্মাদ আফতাবুজ্জামান জানান উক্ত উপকারভোগীদের মাঝে বছরে তিনবার খাদ্য সামগ্রী বিতরণ করবে সওয়াব
প্রতিষ্ঠান।