কুমিল্লা সিটির কাউন্সিলর সাইফুল সাময়িকভাবে বরখাস্ত
কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রোকন উদ্দিনের ওপর গাড়ি তুলে দেওয়া ও দা নিয়ে নাচানাচির অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়। আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের অনুলিপি ১২ জনকে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯ মার্চ কুমিল্লা নগরের চকবাজার এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি মিছিলে যুবলীগের সদস্য রোকন উদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করেন কাউন্সিলর সাইফুল বিন জলিল। এ ঘটনায় রোকন উদ্দিন মামলা করেছেন। এ ছাড়া তিনি নগরের তেলিকোনা চৌমুহনীর একটি পেট্রলপাম্পে দুই হাতে দুটি দেশীয় অস্ত্র (দা) নিয়ে আনন্দ প্রকাশ করে নৃত্য করেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে নেওয়ার পর বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এমতাবস্থায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ১৩-এর উপধারা (১)(ঘ) অনুযায়ী সিটি করপোরেশনের কোনো কাউন্সিলর ‘অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের’ দায়ে দোষী সাব্যস্ত হলে তিনি ওই পদে থেকে অপসারণযোগ্য হবেন। ওই কারণে সাইফুল বিল জলিলকে কাউন্সিলর পদে থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রোকন উদ্দিনের ওপর গাড়ি তুলে দেওয়া ও দা নিয়ে নাচানাচির অভিযোগে কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এলজিআরডি মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করে মেয়র মো. মনিরুল হক প্রথম আলোকে বলেন, সাইফুলকে সাময়িকভাবে মন্ত্রণালয় কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করেছে। এই চিঠি আজ নগর ভবনে আসে।