কুমিল্লা মুরাদনগর উপজেলা ১৩ নং সদর ইউনিয়নে হীরারকান্দা এলাকায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৮ টি ট্রাক্টর মাটি বহনকারী কাজে ব্যবহিত করায় ১০০০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
কুমিল্লা মুরাদনগর উপজেলা ১৩ নং সদর ইউনিয়নে হীরারকান্দা এলাকায় গোমতী নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে গতকাল বিকালে বৃহস্পতিবার (২৬ অক্টোবর)বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৮ টি ট্রাক্টর মাটি বহনকারী কাজে ব্যবহিত করায় ১০০০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনানুগ সহায়তা করেন মুরাদনগর থানা পুলিশ ও আনসার বাহিনী।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তয় নাসরিন সুলতানা নিপা। আজ 50 হইতে 60 টি মাটি বহন করছে, ট্রাক্টর মাটির বহন কিছুতে বন্ধ হচ্ছে না ।