কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর বাসস্ট্যান্ডের সামনে একটি লরি উল্টে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি,
কুমিল্লা প্রতিনিধি: ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর বাসস্ট্যান্ডের সামনে একটি লরি উল্টে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঢাকা চট্টগ্রাম মহাসড় একটি ব্যস্ততম মহাসড়ক। দীর্ঘ যানজটে পড়ে বহু অফিস গ্রামী যাত্রী তাদের অফিস করতে পারতেছে না এই যানজটের কারণে। বহু বিদেশি যাত্রী তাদের ফ্লাইট সময় মত ধরতে পারছে না যানজটের কারণে। বৈদেশিক যাত্রীর সাথে কথা হয়. মোহাম্মদ রফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী ফ্লাইট ১২:৩০ মিনিট কিন্তু শে বিমান ধরতে পারবে কিনা তার মধ্যে শঙ্কায় আছে। পুলিশ সময় মত রেকার নিয়ে আসেনি। অনেক অফিস যাত্রী তার অফিস মিস হবে। সাধারণ যাত্রী বাস ড্রাইভার তাদের অনেক সময় নষ্ট হয় এ যানজটের কারণে। একই জায়গা গাড়ি দাঁড়িয়েছিল ৪ ঘন্টা। সাধারণ যাত্রীরা বলে কোন দেশে বসবাস করি আমরা। গাড়ি সরাতে পাঁচ ঘন্টা সময় লেগে যায়। এর থেকে পরিত্রাণের কি পাওয়া যায়।