কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে স্বামী স্ত্রী মেয়েসহ নিহত ৪

26/01/2016 11:54 amViews: 19
কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে স্বামী স্ত্রী মেয়েসহ নিহত ৪
কুমিল্লার দাউদকান্দিতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক স্বামী, তার স্ত্রী ও মেয়েসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এসময় নিহত স্বামী-স্ত্রীর আরো দুই শিশু সন্তান আহত হয়েছেন। তাদের আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রাইভেটকার যাত্রী ঢাকার জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফজলুল বারী চৌধুরী (৪৫), তার স্ত্রী (৩৫), মেয়ে (৭) ও কাজের মেয়ে (১৩)। নিহতদের বাড়ি বগুড়ার সদর উপজেলায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম মুঠো ফোনে জানান, ঢাকাগামী প্রাইভেটকারটি মহাসড়কের টামটায় পৌঁছালে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি মহাসড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে একই পরিবারের চারজন নিহত হয়। ওই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে তাদের অপর মেয়ে (৫) ও ছেলে (৩)। স্থানীয় গৌরিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল।

Leave a Reply