কুমিল্লায় বাসে পেট্রলবোমা, দগ্ধ ৭

03/06/2015 12:08 pmViews: 4

কুমিল্লায় বাসে পেট্রলবোমা, দগ্ধ ৭

 

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে (৪০) ও রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক সঞ্জিত শর্মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধদের বরাত দিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মাসুদ জানান, রাতে রাজধানীর ফকিরাপুল থেকে ইউনিক পরিবহনের একটি নাইট কোচে রাঙামাটি যাচ্ছিলেন তারা। বাসটি কুমিল্লার চান্দিনায় পৌঁছালে দুর্বৃত্তরা এতে পেট্রলবোমা ছোড়ে মারে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ করে কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply