কুমিল্লায় পুরনো লড়াই নতুন রূপে

28/02/2017 10:33 amViews: 10

কুমিল্লায় পুরনো লড়াই নতুন রূপে

 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু এবং আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা। এদিকে সোমবার পর্যন্ত মেয়র পদে ৪ জনসহ ২০৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জানা গেছে, আসন্ন এ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক সিটি কাউন্সিলর আঞ্জুম সুলতানা সীমা। রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সীমার মনোনয়ন চূড়ান্ত করা হয়। এর আগে বিএনপি থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কুকে মনোনয়ন দেয়া হয়। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন লাভের পর গতকাল সোমবার আঞ্জুম সুলতানা সীমা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে রোববার বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া জাসদ থেকে শিরিন আক্তার এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মো. শাহজাহান মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, সোমবার পর্যন্ত মেয়র পদে ৪ জন এবং কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ১৬৭ জন ও সংরক্ষিত ওয়ার্ড থেকে ৩৬ জনসহ ২০৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আচরণবিধি অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে তিনি প্রার্থী, সমর্থকসহ নগরবাসীর সহায়তা কামনা করেন।

Leave a Reply