কুমিল্লার মুরাদনগর উপজেলা তরিকত ঐক্য পরিষদ কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত
কে এম শারফিন শাহ্ : কুমিল্লা (ব্যুরো) কুমিল্লার মুরাদনগর উপজেলা তরিকত ঐক্য পরিষদ কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সদরের মুরাদনগর ক্লাবের হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মুরাদনগরে তরিকত ঐক্য পরিষদ কমিটিকে ফুল দিয়ে বরণ করেন তরিকতের সদস্যরা। অরাজৈনতিক সংগঠন এবং সেবামূলক সংগঠন তরিকত ঐক্য পরিষদের নবগঠিত মুরাদনগর তরিকত ঐক্য পরিষদের সভাপতি মোঃ হানিফ মিয়ার সভাপতিত্বে, ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মেম্বারের সঞ্চালনায়, সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ হান্নান শাহ্ , আব্দুল হালিম সরকার, যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম কানু, মারফত আলী, অর্থ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক কবির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মেম্বার, স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ইদ্রিস মেম্বার, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম সরকার, সদস্য জামাল হোসেন মাস্টার প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন মুরাদনগর সদর ইউনিয়নের ধনিরামপুর বাজারের স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহীনজামানসহ আরো অনেকেই।