কুমিল্লার মুরাদনগরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী কাজী তুরফিজ এটন বিজয়ী

16/06/2022 11:50 amViews: 15

কুমিল্লার মুরাদনগরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী কাজী তুরফিজ এটন বিজয়ী


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী কাজী তুরফিজ এটন বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তুরফিজ এটন (আওয়ামীলীগ মননীত প্রার্থী) নৌকা মার্কায় প্রতিদন্দীতা করে সর্বমোট পয়েছেন ৮০৭৬ ভোট এবং তার নিকটতম প্রতিদন্ধী পেয়েছেন ঘোড়া মার্কা সতন্ত্র প্রার্থী ৪৫৭২ ভোট। মোস্তাক আহমেদ মাসুদ টেবিল ফ্যান মার্কা সতন্ত্র প্রার্থী পেয়েছেন ৭৬০ ভোট। বিজয় হওয়ার পর কাজী তুরফিজ এটন আল্লাহর কাছে শুকরিয়া আদায়া করেন এবং ১৩নং মুরাদনগর ইউপি বাসিকে তাকে ভোট দিয়ে জয়ী কারার জন্য ধন্যবাদ যানান ও সকলের সহযোগীতা কামনা করেন। সরজমিনে দেখা গেছে সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়ে সারাদিন কোন দরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পুর্ন হয় এবং ফলাফল গোষনা হয়। ভোট গ্রহন শেষে ফলাফল গোষার পর যানা গেছে মুরাদনগর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য জনাব ইদ্রিস আলীর বাড়ীতে হামলা চালায় হেরে যাওয়া মেমবার প্রাথীর লোকজন। একটি মটরছাইকেলও ভাংচুর করে বলে যানা যায়। মুরাদনগর থানা ভারপ্রাপ্ত পুলিশ খরব পেয়ে ঘটনাস্থলে যায়।

Leave a Reply