কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আজ রোববার সকাল ১০টার দিকে গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসি মোজাম্মেল হক আরও বলেন, এ ঘটনায় ট্রাকচালক পালিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।