কুনিও হোশি হত্যা: দুই ব্যাংক কর্মকর্তা আটক

09/10/2015 6:15 pmViews: 6
কুনিও হোশি হত্যা: দুই ব্যাংক কর্মকর্তা আটক

 

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী থেকে ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ব্যাংকের সেলস অ্যান্ড সার্ভিস অফিসার মো. সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচএম শাহরিয়ার।

নগরীর সাধুর মোড়ের একটি বাসা থেকে তাদের আটক করে রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায়। তবে এবিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি তিনি।

ডিবি পুলিশের অপর একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ব্র্যাক ব্যাংকের চার কর্মকর্তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্য থেকে দুজনকে ছেড়ে দেয়া হয়।

এদিকে, এ বিষয়ে শুক্রবার বিকালে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিনের সঙ্গে যোগাযোগ করা হলে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন।

Leave a Reply