কুনিও হোশি হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় টোকিও
জাপানের নাগরিক কুনিও হোশি হত্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে টোকিও। দেশটির শীর্ষ মুখপাত্র বলেছেন, এমন কাপুরোষোচিত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটাই চাইব। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচার করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার রংপুরে জাপানের এই নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার পাঁচ দিন আগে একইভাবে খুন হন ইতালির নাগরিক সিজারি তাভেল্লা। জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব ইয়োশিহিদে সুগা সোমবার টোকিওতে সাংবাদিকদের বলেছেন, এমন কাপুরোষোচিত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে এটাই চাইব। এই হত্যাকাণ্ডে আমি খুবই ক্ষুব্ধ। তিনি হোশির পরিবারের প্রতি তার শোক জানান। তিনি জানান, জাপানের সরকার এই ঘটনার পরিপূর্ণ তদন্ত চাইছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে। তবে বাংলাদেশ সরকার এই হত্যার সঙ্গে আইএসের কোনো সম্পৃক্ততার প্রমাণ পায়নি বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে আইএসের উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তবে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ইতালি ও জাপানের নাগরিক হত্যার ঘটনায় আইএস জড়িত কিনা সেটা তারা যাচাই করে দেখছে। সংশ্লিষ্ট সূত্র মতে, আইএস সাইবার মাধ্যমে এই দাবি করায় যুক্তরাষ্ট্র নিজ দেশে থেকেই এই দাবিগুলোর সত্যতা যাচাই করছে।
এদিকে, জাপানি দূতাবাসের একটি প্রতিনিধি দল রংপুরে ঘটনাস্থল পরিদর্শনে গেছে। ঢাকায় কূটনৈতিক মহল গোটা পরিস্থিতির প্রতি নজর রাখছে। সোমবার ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করেছে বলে জানা গেছে। সেখানে সরকারের সঙ্গে আজকের বৈঠকে যেসব ইস্যু আলোচনা হবে সেটা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিদেশী কূটনীতিকদের উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করবেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিদেশী কূটনীতিকরা সরকারের কাছ থেকে একটি পরিপূর্ণ ব্যাখ্যা চেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এই ব্রিফিং সেশনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন। সেখানে ইতালি ও জাপানি নাগরিক হত্যার পর গোটা পরিস্থিতি, সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা এবং তদন্তের ফলাফল বিদেশী কূটনীতিকদের জানানো হতে পারে। কোনো নতুন সংকট সৃষ্টি হলে এই বিদেশী কূটনীতিকদের এমন ব্রিফ করার রেওয়াজ রয়েছে।
অপরদিকে, জাপানসহ অনেক দেশ বাংলাদেশে নিজ নিজ দেশের নাগরিকদের আগেই সতর্ক করেছে। এসব সতর্ক বার্তায় হেঁটে কিংবা রিকশা বা সাইকেলের মতো খোলা যানবাহনে চলাচলে বিরত থাকতে পরামর্শ দেয়া হয়েছে। গাড়িতে চলাচলে কাচ বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি বিদেশীদের সমাগমস্থল পরিহার করে চলার পরামর্শও দেয়া হয়েছে।