কুনিওকে হত্যার ‘দায় স্বীকার’ আইএসের
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) রংপুরে জাপানি নাগরিক হোসি কোনিওকে হত্যার দায় স্বীকার করেছে। জঙ্গি গোষ্ঠীটি এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও এক টুইট বার্তায় হুশিয়ারি দিয়েছে। কোনিও হত্যাকাণ্ডের পর শনিবার রাতে রয়টার্সে এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।
খবরে বলা হয়, আইএস এক টুইট বার্তায় কোনিও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এর আগে সোমবার ঢাকায় ইতালীয় নাগরিক সিজারি তাভেল্লা খুন হওয়ার পরও আইএস হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বার্তা দেয় বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ জানায়। তবে ওই হত্যাকাণ্ডে আইএসের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে তাদের দাবি নাকচ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আইএসের শনিবারের টুইটে বলা হয়, ‘ক্রুসেডার জোটের দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধে চলমান নিরাপত্তা অপারেশন অব্যাহত থাকবে। তারা মুসলিম দেশগুলোতে জীবিকা নির্বাহ করতে পারবে না।’
খবরে বলা হয়, বাংলাদেশে বিদেশীদের ওপর হামলার ঘটনা বিরল। তবে গত বছর চার ব্লগারের হত্যাকাণ্ডের পর এ ধরনের খুনের ঘটনা বেড়ে গেছে। এদিকে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যাকাণ্ডের পর জাপান ও কোরিয়াসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সাবধানে চলাচল করতে বলেছে।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর মাহিগঞ্জ আলুটারি এলাকায় রিকশায় করে যাওয়ার সময় মুখোশধারী অজ্ঞাতপরিচয় দুই বন্দুকধারীর গুলিতে জাপানি নাগরিক হোসি কুনিও আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
হোসি কুনিও রংপুরের আলুটারি এলাকায় একটি আলু ও ঘাসের বীজ উৎপাদন প্রকল্পের কাজ দেখাশোনা করতেন।
গত মঙ্গলবার ঢাকার গুলশানে ইটালির নাগরিক তেভেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়। সে হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গী পর্যবেক্ষণ ওয়েবসাইট ‘সাইট’ আইএস দায়ী বলে জানায়।