কুকুরকে বিয়ে করলেন আফ্রিকান তরুণী

13/01/2014 10:41 pmViews: 16
আসলে মানুষের মন খুবই বিচিত্র। একেকটা মানুষের চাওয়া পাওয়া একেক রকম। আনন্দ-বেদনার অনুভূতিগুলোও আলাদা ধরণের। যেমন কেউ একজন ভালবেসে তার পোষা কুকুরকে বিয়ে করলো এমন সংবাদে আপনি আশ্চর্য হবেন হয়তবা। ভাববেন এটা কি মানুষের রুচির মধ্যে পড়ে? কিন্তু ভালবাসা যে কোন ব্যাকরণ মানে না, কোন যুক্তিতর্ক মানে না। সম্প্রতি কুকুরকে বিয়ে করে তারই প্রমাণ রাখলেন আফ্রিকান এক তরুণী। এমিলি মাবউ নামক এক আফ্রিকান এই তরুণী ১৮ মাস বয়সী একটি কুকুরকে বিয়ে করেছেন। এর আগে এক জার্মান নাগরিক তার মৃত্যুপথযাত্রী বিড়ালকে বিয়ে করে আন্তর্জাতিক গনমাধ্যমে খবরে আসেন।
এমিলি মাবউ ও কুকুরের বিয়ের অনুষ্ঠানে গ্রামবাসী উপস্থিত ছিলেন। প্রথাগত ধর্মীয় নিয়ম-কানুন অনুযায়ী স্বাভাবিক নিয়মেই এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

Leave a Reply