‘কুইন’ দিয়ে বাজিমাত

18/03/2014 3:31 pmViews: 9

 

 

ঢাকা, ১৮ মার্চ  : প্রথম সপ্তাহেই বক্স অফিসে দারুন সাড়া ফেলে দিয়েছে কঙ্গনা অভিনীত ‘কুইন’। একেবারে বাজিমাত করে ফেললেন কঙ্গনা। মাধুরী-জুহিকে পেছনে ফেলে তার ছবিই ছিল সপ্তাহের সবচেয়ে সফল ছবি। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও সেখান থেকে একটুও নড়েনি কঙ্গনার ‘কুইন’।

মুক্তির ১০ দিন পর প্রায় ৩০ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি, যেখানে গুলাব গ্যাংয়ের আয় এর অর্ধেক। এ সপ্তাহে মুক্তি পাওয়া ‘বেওকুফিয়া’ যদিও প্রথম তিন দিনের আয়ের হিসাবে মাত্র ৪০ লাখ রুপি এগিয়ে রয়েছে। তবে ছবিটির দর্শক প্রতিক্রিয়া তেমন ভালো নয়। ফলে এ সপ্তাহেও কঙ্গনাই হতে পারেন বঙ অফিসের রানি।

অপরদিকে সবার নজর ছিল মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা অভিনীত ‘গুলাব গ্যাং’ ছবির ওপর। দারুণ কাস্টিংয়ের পাশাপাশি বিশাল প্রচারণাও চালানো হয় ছবিটি নিয়ে। সে তুলনায় কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘কুইন’ ছিল অনেক পিছিয়ে।

Leave a Reply