কী কথা হয়েছিল ট্রাম্প ও নওয়াজের মাঝে?

02/12/2016 12:24 pmViews: 7

কী কথা হয়েছিল ট্রাম্প ও নওয়াজের মাঝে?

 

কী কথা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে? এ নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কারণ, পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে কথোপকথনের যে অনুলিপি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যায় ডনাল্ড ট্রাম্প বেশ ঘরোয়া ভাষায় কথা বলেছেন।প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন নওয়াজকে। পাকিস্তানেরও প্রশংসা করেছেন।এছাড়া সাধারণত, দুই রাষ্ট্রপ্রধানের এমন আলোচনার অনুলিপি প্রকাশ করা হয়না। তাই এ নিয়েও উঠেছে প্রশ্ন। আবার ট্রাম্পের দল এ আলোচনা নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে।
বিবিসির খবরে বলাহয়, বুধবার বিকেলে ট্রাম্প ও নওয়াজের মধ্যে কথা হয়। কিন্তু পাকিস্তান দুই নেতার কথোপকথনের যে সংস্করণ প্রকাশ করা হয়েছে, তাতে পাক প্রধানমন্ত্রী ও জনগণের উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় ট্রাম্পের কাছ থেকে।
ট্রাম্প নওয়াজকে বলেন, ‘আপনার দারুণ সুনাম রয়েছে। আপনি দারুণ লোক! পাকিস্তান একটা দারুণ দেশ, দারুণ স্থান। পাকিস্তানিরা দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষদের অন্যতম। আপনার দেশে অসাধারণ সুযোগ আছে প্রচুর।’
ট্রাম্প কথোপকথনের শেষ মুহূর্তে নওয়াজকে বলেন, দয়া করে পাকিস্তানি জনগণকে জানিয়ে দেবেন যে তারা অসাধারণ! যেসব পাকিস্তানীর সঙ্গে আমার সাক্ষাতহয়েছে, তারা সকলেই ব্যাতিক্রমী।
তবে বিবিসি জানায়, এটি নিশ্চিত করা যায়নি এসব বক্তব্যের কত টুকু সরাসরি  উক্তি।
এর ঘন্টা খানেক পর, ট্রাম্প টিমের পক্ষ হতে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বিস্তারিত বলা হয়নি কিছু। বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, দুই নেতা ভবিষ্যতে শক্তিশালী কার্যকরী সম্পর্ক গড়ার উপায় নিয়ে আলোচনা করেন। এতে আরও বলা হয়, প্রেসিডেন্টইলেক্ট ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তিনি প্রধানমন্ত্রীশরিফের সঙ্গে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী ব্যাক্তিগত সম্পর্ক গড়তেচান।
বিবিসির খবরে বলা হয়, অনেকে বলছেন ট্রাম্পের মুখ থেকে পাকিস্তানের এমন উচ্ছ্বসিত প্রশংসাকী ভাবে নেবে দেশটির চির প্রতিদ্বন্দ্বী ভারত। তবে এ নিয়ে ভারতের কোন মনোভাব আছে কিনা, তা জানা যায়নি।
আবার অনেকেট্রাম্পের সমালোচনা করেছেন। কারণ, ট্রাম্প যে দেশটির প্রশংসা করেছেন, দুই-তিন বছর আগেও এই একই দেশের কড়া সমালোচনা করেছিলেন। যেমন, ২০১১ সালের একটি টুইটে ট্রাম্প বলেছিলেন, সোজা ভাষায় বুঝেনিন, পাকিস্তান আমাদের বন্ধু নয়। পাকিস্তানের জঙ্গিবাদ নিয়েও সমালোচনা করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করাটা ছিল ট্রাম্পের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গিকার। তাই অনেকের প্রশ্ন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের ব্যাপারে তার এমন উচ্ছ্বসিত প্রশংসা বাক্যের হেতুকী?

Leave a Reply