কিম জং নামের ময়নাতদন্ত সম্পন্ন

16/02/2017 11:54 amViews: 8
কিম জং নামের ময়নাতদন্ত সম্পন্ন
 
কিম জং নামের ময়নাতদন্ত সম্পন্ন
মালয়েশিয়ায় নিহত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ভাই কিং জং নামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরে ‘বিষপ্রয়োগে’ তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই অভিযোগে আটক হওয়া এক নারীকে আদালতে হাজির করা হবে। দ্বিতীয় আরেক নারীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া ‍পুলিশ। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সৎভাইকে হত্যার পেছনে কলকাঠি নেড়েছেন, তবে দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। মালয়েশিয়া এখনো নিশ্চিত করেনি যে নিহত ব্যক্তি কিম জং নাম কী না তবে দক্ষিণ কোরিয়া নিশ্চিত যে কুয়ালালামপুরে নিহত ব্যক্তি উ কোরিয়ার নেতার সৎ ভাই।
বৃহস্পতিবার সাবেক উ. কোরীয় নেতা কিম জং ইলের ৭৫তম জন্মদিন পালন করছে উ. কোরিয়া। বুধবার মালয়েশিয়া হাসপাতালে উ. কোরিয়া দূতাবাসের কর্মকর্তারা যাওয়ার পর শোনা গিয়েছিল জং নামের দেহ দাবি করেছে তারা। কিন্তু মালয়েশিয়ার সেলাংগোর এলাকার পুলিশ প্রধান আব্দুল সামাহ মাত বলেছেন, উ. কোরিয়া কর্মকর্তারা হাসপাতালে মৃতদেহ পরিদর্শন করলেও সেটা নিয়ে যাওয়ার কথা বলেনি। উ. কোরিয়া দাবি করলে মৃতদেহ দিয়ে দিতে আপত্তি নেই মালয়েশিয়ার। বিবিসি।

Leave a Reply