কিউবা সফরে যাবেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবা সফরে যাবেন। আসছে সপ্তাহে লাতিন আমেরিকা সফরের অংশ হিসেবে এক কালের শত্রু ভাবাপন্ন সমাজতান্ত্রিক দেশটিও সফর করবেন তিনি।
বুধবার একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ওবামার এই সফরের বিষয়ে হোয়াইট হাউজ থেকে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। ২০১৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করবেন বলে ঘোষণা দেন। এরপরই দৃশ্যপট পাল্টে যায় দ্রুত। ২০১৫ সালের এপ্রিলে পানামায় দুই দেশের নেতা প্রথমবারের মতো করমর্দন করেন। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ব্যক্তিগতভাবে বৈঠকও করেন ওবামা ও রাউল।
২০১৫ সালে কিউবা ওয়াশিংটনে পুনরায় দূতাবাস চালু করে। একমাস পর যুক্তরাষ্ট্রও হাভানায় পুনরায় দূতাবাস খোলে। ১৯৬০ সালে কমিউনিস্ট রাষ্ট্র কিউবার উপর বাণিজ্যিক অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ৫০ বছরেরও বেশি সময় পর বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও কিউবার পরিবহন-মন্ত্রী পর্যায়ে চুক্তি সই হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু হওয়ার পর এটিই বন্ধুত্বের সাম্প্রতিকতম নিদর্শন। রয়টার্স।