কিংস লায়ন্স পরিবারের লিও লিডারশীপ সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন ।
লায়ন্স জেলা ৩১৫এ১, বাংলাদেশ এর সবচেয়ে বড় এবং ক্রিয়েটিভ লিও ক্লাব বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উদ্যোগে দিনব্যাপী ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ও ট্রেনিং আয়োজন করা হয়েছিল গত ২৭শে ডিসেম্বর, ২০২২ বিজিএমইএ ইউনিভার্সিটি ক্যাম্পাসে।
Way to Servive in RMG স্লোগানে আয়োজিত দিনব্যাপী এ ওয়ার্কশপে “স্কিল ডেভেলপমেন্ট অফ ইয়ুথ লিডারশীপ” এর উপর কী-নোট স্পিকার হিসেবে একটি গুরুত্বপূর্ণ সেশনে লিওদের সাথে ছিলেন লায়নিজমের জীবন্ত কিংবদন্তি; বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান এবং গুডউইল অ্যাম্বাসেডর, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল; লায়ন একেএম রেজাউল হক এমজেএফ, পিডিজি, পিসিসি। প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীতে তরুণদের নিজেদের তৈরি করতে তিনি অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং সময়োপযোগী পরামর্শ দেন।
উক্ত লিও ক্লাবের অভিভাবক বিজিএমইএ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর; প্রফেসর ডঃ ইঞ্জি. আইয়ুব নবী খান লিওদের এমন অসাধারণ আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে লিওদের আরও ট্রেনিং ও ওয়ার্কশপ আয়োজনের গুরুত্ব দেন।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন কন্ডাক্ট করেন দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ট্রেইনার; জনাব এম,এস খান, ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল; জনাব মোঃ আবু খায়ের ফেরদৌস ও প্রমিজিং ইয়ুথ লিডার; লিও আম্মার ইসলাম রাহিল।
উক্ত ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি ডিরেক্টর অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার; গ্রুপ ক্যাপ্টেন এ,এন,এম রফিকুল আলম (অবঃ) এনডিসি, পিএসসি, ইউনিভার্সিটি ট্রেজারার, প্রফেসর; ডঃ মোঃ আব্দুল জলিল, লায়ন্স জেলার সিনিয়র নেতৃবৃন্দ, রিজিয়ন চেয়ারপার্সন (হেড-কোয়ার্টার); লায়ন শেখ আনিসুর রহমান, লায়ন মোঃ রবিউল ইসলাম রাজু পিএমজেএফ, লিও ক্লাব এডভাইজার; লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ, ক্যাম্পাস এডভাইজার; জনাব সাব্বির আহমেদ আবীর, লিও ক্লাব প্রেসিডেন্ট; লিও আকতার হোসেন রাজু, পাস্ট প্রেসিডেন্ট লিও শিহাব আহমেদ তানভির ও দুইশত এর বেশী লিও ক্লাব সদস্য। উক্ত প্রোগ্রামে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট; লিও মোঃ আল আমিন খান অনিক।
দিনব্যাপী আয়োজিত ট্রেনিং ও ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী সকল লিও সদস্যদের সার্টিফিকেট বিতরণ করা হয়। তারুণ্যের প্রতীক লিওরা এতে অত্যন্ত উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়।