কাল ভারতের মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

17/06/2015 7:47 pmViews: 4
কাল ভারতের মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

১৭ জুন, ২০১৫

আত্মবিশ্বাসী বাংলাদেশ আগামীকাল ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী দল ভারতের। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন পুর্ণ শক্তির ভারতীয় দলও প্রস্তুত বাংলাদেশের মোকাবেলায়। তবে হাল্কা মেজাজে নয়। তারা বেশ গুরুত্ব সহকারেই গ্রহণ করেছে বাংলাদেশকে।

কারণ তারা জানে বাংলাদেশ এখন আগের অবস্থানে নেই। একটু ভুল হলেই পড়তে হবে পরাজয়ের লজ্জায়। বিশ্বকাপে টাইগারদের হাত থেকে কিভাবে নিস্তার পেয়েছিল সেটি ভাল ভাবেই জানেন সফরকারী দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

বুধবার ম্যাচ পুর্ব সংবাদ সম্মেলনে তাই ভারতীয় অধিনায়ক বলেছেন, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ খুবই ভাল একটি দল। দীর্ঘ সময় ধরে তারা ভাল খেলার মধ্যে রয়েছে। টি-২০ ক্রিকেটের বদৌলতে তাদের ক্রিকেটাররা মারমুখি ব্যাটিং শিখেছে। তারা এখন ঝুঁকি নিতে পিছপা হয় না। অবশ্য টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের উন্নতি লক্ষ্য করা গেছে। যত সময় যাবে তারা আরো বেশী উন্নত হবে।

এদিকে চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত করতে হলে ভারতের বিপক্ষে এই সিরিজে ভাল করতে হবে টাইগারদের। সেই সঙ্গে দলটির রয়েছে ধারাবাহিক পারফর্মেন্স। যা আসন্ন সিরিজে মাশরাফিদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে।

টাইগার অধিনায়ক বুধবার বলেন, আমি আশা করছি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারবো। ২০০৭ বিশ্বকাপের পর আমরা বিশ্বাস করতে শুরু করি, আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারবো। ওই সময় থেকে চিন্তাভাবনা পরিবর্তন হয়েছে। ওই সময়ের পর আমরা ম্যাচ হারলেও মনোবল হারাইনি। তিনি বলেন, আমরা সব সময় বিশ্বাস করেছি যে, আমরা জিততে পারবো। বড় দলের সঙ্গে খেলা হলে তারাই স্বাভাবিকভাবে ফেবারিট। কিন্তু এটা চিন্তা করি না যে আমরা তাদেরকে হারাতে পারবো না।

এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, এটা আর-দশটা সিরিজের মতই দেখছি। আমাদের সামনে ভালো একটা চ্যালেঞ্জ আছে। ভারতের সাথে খেলা সবসময় চ্যালেঞ্জিং। যদিও সবার সাথে আমাদের এই চ্যালেঞ্জ নিতে হয়। তারপরও বলবো সবার চোখ একটু অন্যরকম থাকে যখন ভারতের সাথে খেলা হয়। সব ক্রিকেটাররাও একটু অন্যরকম ভাবে পারফর্ম করবে। তবে আমার কাছে এটি আর-দশটা সিরিজের মতই।

স্কোয়াড:

বাংলাদেশ (সম্ভাব্য): মাশরাফি বিন মর্তুজা (অধি:), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস।

ভারত (সম্ভাব্য): মাহেন্দ্র সিং ধোনি (অধি:), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরটা কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইদু, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ধাওয়াল কুরকারনি, রবিচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, উমেষ যাদব ও ভুবনেশ্বর কুমার।

Leave a Reply