কাল থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
রাজশাহী: কারাবন্দি পাঁচ ট্রাক চালকের নিঃশর্ত মুক্তির দাবিতে কাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী জেলা মোটর, ট্রাক ও ট্র্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন ।
বুধবার রাত আটটার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে পাঁচ ট্রাক চালকের ব্যাপারে বার বার সমঝোতার কথা বলা হলেও আশানুরূপ সাড়া মেলেনি। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
এদিকে ধর্মঘটের ব্যাপারে সন্ধ্যা থেকে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ ঢাকা বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় মাইকিং করে বিষয়টি প্রচার চালানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ১১ মার্চ দুপুরে রাজশাহী মহানগরীর সিমলা ও পবার সোনাইকান্দি এলাকার দুইটি বালুমহলে অভিযান চালিয়ে অবৈধভাবে পদ্মানদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ম্যানেজার ও পাঁচ ট্রাক চালককে এক মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
কারাগারে আটক পাঁচ ট্রাক চালক হলেন,মোহাম্মদ সেলিম, মতিউর রহমান, আবদুল বারী, তৌহিদুল ইসলাম ও বেলাল হোসেন।
পরে এ ঘটনার প্রতিবাদে রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহানগরীর তালাইমারীসহ বিভিন্ন প্রবেশ মুখে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা।পরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা পরিবহন শ্রমিকদের শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়।