কাল আবার সংসদ বসছে
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল মঙ্গলবার আবার বসছে। অধিবেশন বসবে বিকেল চারটায়।
এর আগে গত ২৯ জানুয়ারি এই সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক বসে। এরপর অধিবেশন পাঁচ কার্যদিবসের জন্য স্থগিত করা হয়।
কালকের অধিবেশনে সংসদ পরিচালনার জন্য সংসদের কার্য উপদেষ্টা কমিটি এবং সংসদ ভবনের ভেতরে সংসদীয় কমিটির সভাপতিদের জন্য কক্ষ বরাদ্দ এবং সাংসদদের আবাসন, খাদ্য, চিকিত্সা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য সংসদ কমিটি গঠন করা হতে পারে।