কালীগঞ্জ সাবেক পৌর ভারপ্রাপ্ত মেয়রকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ইসমাইল হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে নিমতলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল চাপালী গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে। তিনি ১৯৯৭ সাল থেকে ২ বছর কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। এছাড়া তিনি শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি। সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শহীদুজ্জামান বেল্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসমাইল হোসেন সকালে বাড়ি থেকে বেরিয়ে শহরে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা উদ্ধার করে যশোর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কে বা কারা কি কারণে হত্যা করেছে তা জানা জায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কেউ আটক বা গ্রেফতার হয়নি বলেও জানান তিনি।
এ ঘটনায় কালীগঞ্জে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।