কালিহাতীর ঘটনায় দুই ওসি প্রত্যাহার
কালিহাতীর ঘটনায় দুই ওসি প্রত্যাহার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশি হামলায় চারজন নিহতের ঘটনায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন ঘাটাইল থানার মোকলেসুর রহমান ও কালিহাতীর শহীদুল ইসলাম। গত ১৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা আলামিন ও তাঁর মাকে বিবস্ত্র করে নির্যাতন চালায়। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে গত শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিলটি উপজেলা সদরের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। এ সময় হতাহতের ঘটনা ঘটে। নিহত হয় চার জন। এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে কালিহাতী থানার তিন উপপরিদর্শক (এসআই) ও চার কনস্টেবলকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।