কালিহাতি উপনির্বাচনে কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বী সোহেল হাজারী

09/10/2015 2:16 pmViews: 75
কালিহাতি উপনির্বাচনে কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বী সোহেল হাজারী

 

টাঙ্গাইল-৪ আসনের (কালিহাতী) উপ-নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগের উপসম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আ.লীগের সংসদীয় দলের সভায় সোহেল হাজারীকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।প্রধামন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বোর্ড কালিহাতীতে সোহেল হাজারী পরিবারের রাজনৈতিক ত্যাগ স্বীকারকে গুরুত্ব দিয়েছে।সিদ্দিক পরিবারের সঙ্গে রাজনৈতিক সংঘাতে সোহেল হাজারীর বড় ভাই শাহেদ হাজারী নিহত হন। তখন থেকে এই পরিবারের দিকে শেখ হাসিনার সুদৃষ্টি ছিল।

এ আসনের নির্বাচনে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। এখন সোহেল হাজারীকে আ.লীগ মনোনয়ন দেয়ায় উপ-নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

মনোনয়ন প্রত্যাশীদের কালিহাতী উপজেলা চেয়ারম্যান মাজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জাফরুর শাহরিয়ার জুয়েল, কেন্দ্রীয় কমিটির অপর সহ-সম্পাদক ও জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের এবং কালিহাতী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলীও ছিলেন।

আগামী ১০ নভেম্বর এখানে ভোট গ্রহণ করা হবে।

আ.লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী এই আসনে দুবার এমপি নির্বাচিনত হন। কিন্তু হজ, নবী মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রীর ছেলে জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে সৃষ্ট জটিলতার কারনে লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।

Leave a Reply