কালকিনিতে পানিতে পড়ে ২ স্কুলছাত্রীর মৃত্যু
মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার পুর্ব আলীপুর গ্রামে বাড়ির পাশের খালের পানিতে পড়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ওই গ্রামের আজিজ সরদারের মেয়ে রুপা আক্তার (১০)। রুপা এনায়েতনগর ইউনিয়নের আলীপুর লালচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী হারুন ঢালীর মেয়ে হামিদা আক্তার (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে ওই দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে শুক্রবার সকালে বাড়ির পূর্ব পাশের খালের পানিতে তাদের লাশ ভেসে উঠে।