কারো দয়া ও ছায়ার নিচে স্বাধীনতার বৃক্ষ বাঁচে না : প্রধান
কারো দয়া ও ছায়ার নিচে স্বাধীনতার বৃক্ষ বাঁচে না : প্রধান
২৬ জুন ২০১৫,শুক্রবার
২০ দলীয় জোটের অন্যতম শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বাংলাদেশ কখনোই দিল্লির গোলামি মানে নাই। তিনি সীমান্ত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সেনা ও গণফৌজ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, কারো দয়া ও ছায়ার নিচে স্বাধীনতার বৃক্ষ বাঁচে না।
আজ শুক্রবার এক বিবৃতিতে প্রধান আরো বলেন, দেশ থাকলে উজির-নাজির হতে পারবেন। তা না হলে সিকিমের লেন্দুপ দর্জির ভাগ্য বরণ করতে হতে পারে।
তিনি নতুন বংশধরদের উদ্দেশে বলেন, এ দেশ আমাদের অবশেষে তোমাদের। তিনি বুক ভরা সাহস নিয়ে বাঘের বাচ্চা মোস্তাফিজ, মুসফিক, সাকিব ক্যাপটেন মাশরাফির মত হিম্মত নিয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান। দিল্লি-হিল্লি কোনো কিছুই টিকবে না।
ভারতের কর্নাটক রাজ্যের পৌর নির্বাচনে স্বামীর নাম সহ প্রধানমন্ত্রীর নামে ভোটার পরিচয় পত্র ইস্যুর সংবাদে দেশবাসী হতবাক হয়েছে বলে প্রধান অভিযোগ করেন। এই অবমাননা কর ভয়ংকর ভুলের জন্য সরকারের উচিত দিল্লিকে ক্ষমা চাইতে বলা।
তিনি বলেন, এই সরকারের দুর্বলতার সুবাদে মগের মুল্লুক মিয়ানমার পর্যন্ত আমাদের পাত্তা দেয় না। দেশের ভেতর থেকে গর্বিত সৈনিক বিজিবির নায়েক রাজ্জাককে হাতে শেকল পরিয়ে ধরে নিয়ে যায়। এ লজ্জা জাতি ঢাকবে কি দিয়ে!