কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু
কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু
০৫ জুলাই ২০১৫,রবিবার
মোসলেহ উদ্দিন আহমেদ (৬০) নামে বিএনপির এক কারাবন্দী নেতার মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
এর আগে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোসলেউদ্দিন আহমেদ মতিঝিল থানার সাবেক সাধারণ সম্পাদক ও কমলাপুর ৮নং ওয়ার্ডের বিএনপির সাবেক কমিশনার ছিলেন। সে পরিবার নিয়ে মতিঝিলের উত্তর কমলাপুর এলাকার ২৯/৩ নং বাসায় থাকতেন।
মোসলেহ উদ্দিনের ভাই সামসুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, গত ১ জুলাই মতিঝিল থানা পুলিশ তাকে রাজনৈতিক সহিংসতার মামলায় গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। শনিবার রাতে অসুস্থ অবস্থায় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেনটু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
– See more at: http://www.dailynayadiganta.com/detail/news/36072#sthash.cktbuL3X.dpuf