কারাবন্দি বিএনপি নেতা মিনু আইসিইউতে

09/09/2015 3:55 pmViews: 6
কারাবন্দি বিএনপি নেতা মিনু আইসিইউতে

 

বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড়ি পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

ওই হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এএসএম রফিকুল ইসলাম জানান, একাধিক মামলায় কারাবন্দী বিএনপি নেতা মিনু সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে দুপুর ১২টার দিকে তাকে  আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

তবে বিএনপি নেতা মিনুর শারিরীক অবস্থা সম্পর্কে এখনো কিছু জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য গত ১৩ জুলাই নাশকতার ৫ মামলায় জামিন চেয়ে বিএনপি নেতা মিনু আদালতে আত্মসমর্পণ করলে মহানগর হাকিম তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। সেই থেকে মিনু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Leave a Reply