কারাগারে নিজামীর সঙ্গে ছেলেসহ আইনজীবীর সাক্ষাৎ
কারাগারে নিজামীর সঙ্গে ছেলেসহ আইনজীবীর সাক্ষাৎ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার ছেলেসহ তিন আইনজীবী। এ সময় নিজামী নিজেকে নির্দোষ দাবি করে রিভিউ দাখিলের জন্য তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন। গতকাল দুপুরে কাশিমপুর কারাগারে নিজামীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি সাংবাদিকদের জানান, নিজামী বলেছেন, সম্পূর্ণ মিথ্যা ও অসত্যের ওপর ভিত্তি করে যে রায় এ রায়ের বিরুদ্ধে অবশ্যই রিভিউ করতে হবে। রিভিউতে তিনি খালাস পাবেন বলে আশা করছেন। তিনি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় ও ভালো আছেন, যেহেতু তার বয়স ৭৫ বছর, সুতরাং শারীরিকভাবে তিনি একটু দুর্বল। তিনি আরও বলেন, পাবনার যে দুটি ঘটনায় জড়িয়ে তার মৃত্যুদণ্ড আপিলে বহাল রাখা হয়েছে, ওই দুটি এলাকায় তিনি ১৯৮৬ সালের নির্বাচনের আগে কোনো দিনই যাননি। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে এবং সাজা দেয়া হয়েছে। রিভিউয়ে তিনি ন্যায়বিচার পাবেন এবং বেকসুর খালাস পেয়ে আবার জনগণের মাঝে ফিরে আসতে পারবেন বলে নিজামী আশা করেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, যেহেতু আজকে তিনি রায় লিখিতভাবে পেয়েছেন, তাই আগামী ১৫ দিনের মধ্যে রিভিউ দাখিল করা হবে। নিজামীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা আইনজীবীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট মশিউল আলম ও নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন নিজামী। মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করে কারাগারের গেটের বাইরে বের হয়ে মতিউর রহমান আকন্দ ও অন্য আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হলেও গাড়ি থেকে নেমে আসেননি নিজামীর ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, এর আাগে সকাল সাড়ে ৯টায় মৃত্যু-পরোয়ানা ও চূড়ান্ত রায়ের কপি কারাগারে এসে পৌঁছায়। আর সকাল সাড়ে ১০টায় তা নিজামীকে পড়ে শোনানো হয়। এ সময় নিজামীকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২-এর ৪০নং কনডেম সেলে বন্দি রয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী।