কারাগারে আটক নেতাকর্মীদের মৃত্যু রহস্যজনক : খালেদা জিয়া

12/11/2016 7:10 pmViews: 8
কারাগারে আটক নেতাকর্মীদের মৃত্যু রহস্যজনক : খালেদা জিয়া
 
কারাগারে আটক নেতাকর্মীদের মৃত্যু রহস্যজনক : খালেদা জিয়া
সরকারের দু:শাসনের করাল গ্রাসে কারাগারে আটক বিএনপি নেতাকর্মীরা প্রায়ই মৃত্যুমুখে পতিত হচ্ছেন, যা রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি অভিযোগ করেন, সরকারি নিপীড়নের ফলে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের চিকিৎসায় কারাকর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণেই বন্দিদশায় তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন।
শনিবার গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউসুল আজম ডলার কারাগারে ইন্তেকাল করায় খালেদা জিয়া এক শোক বার্তায় এসব কথা বলেন।
চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণেই ডলারের মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের এই ধরণের অমানবিকতায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
খালেদা জিয়া মরহুম গউসুল আজম ডলার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, গাইবান্ধা জেলা বিএনপিকে সুসংগঠিত করতে তিনি যে শ্রম দিয়ে গেছেন তা নেতাকর্মীরা কোনদিনই বিস্মৃত হবেন না। তার মতো ত্যাগী ও আদর্শবাদী নেতার মৃত্যুতে গাইবান্ধা জেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।

Leave a Reply