কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮
কাবুলের একটি ব্যস্ত এলাকায় মঙ্গলবার সকালের দিকে একজন আত্মঘাতী হামলাকারী একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটালে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে।
তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। তালেবান জঙ্গিরা গত সপ্তাহে আফগানিস্তানে ‘বসন্তকালীন হামলা’ শুরুর ঘোষণা দেয়ার পর রাজধানীতে এটিই প্রথম হামলা। খবর বিবিসি’র।
তালেবান তাদের ওয়েবসাইটে বলেছে, তারা এনডিএস (ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি)’র ‘ডিপার্টমেন্ট ১০’ ইউনিটে হামলা চালিয়েছে। সরকারের মন্ত্রী এবং ভিআইপি দের সুরক্ষা দেয়া এ ইউনিটের কাজ।
সাইটে তালেবান আরো জানায়, আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়ে প্রথমে কার্যালয়ের মূল ফটক উড়িয়ে দেয়া হয়। এ সময় আরও আত্মঘাতী বোমারুসহ অন্যান্য তালেবান যোদ্ধারা ভবন চত্বরে ঢোকে।
ভিন্ন আরেকটি বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ভবনের ভেতর আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ হয়েছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, ওই বিস্ফোরণের পর মার্কিন দূতাবাস ভবন থেকে বিশেষ অ্যালার্ম বাজানো হয়। তবে ওই হামলার কারণে দূতাবাসে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছেদিক জানান, এক আত্মঘাতী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। ওই এলাকায় এখনও গোলাগুলি চলছে।আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছেন।
গত অগাস্টে কাবুলে ট্রাক বোমা হামলায় ২৪০ জন আহত হওয়ার পর সেখানে এটিই সবচেয়ে বড় হামলা।