কাফরুল প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
১ মে হতে ৭ মে বিশ্ব ব্যাপি চলছ বিশ্ব মুক্ত গণমাধ্যম সপ্তাহ। এবছর দিবসটির প্রতিপাদ্য: মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি। গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে ৫ মে শুক্রবার কাফরুল প্রেসক্লাবের উদ্যোগে পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর মতে- অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘‘পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাই-মুক্ত সংবাদ মাধ্যম’’ শীর্ষক আলোচনা সভা কাফরুল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
লায়ন এ জেড এম মাইনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন কাফরুল প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান আহম্মেদ, সহ-সভাপতি মো: শরীফ হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: লিটন খান, দপ্তর সম্পাদক মো: ইসমত দ্দোহা, প্রচার সম্পাদক মো: সালাউদ্দীন আহমেদ, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান। এ সময় বক্তারা বলেন, এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন একটি ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত ও সংকুচিত করতে পারে এমন আইন বাতিলের দাবী জানান সাংবাদিকরা।
সভাপতি লায়ন এ জেড এম মাইনুল ইসলামের বলেন, মুক্ত বুদ্ধি র্চচার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন, স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্থ ও সংকুচিত করছে। সঙ্কটময় পরিস্থিতিতে প্রয়োজন সাংবাদিক ও সংবাদমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহের স্বাধীনতা। অথচ স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে ডিজিটাল নিরাপত্তা আইন। আইনী হয়রানির শঙ্কায় ভয়ের সংস্কৃতিতে গণমাধ্যম চলছে সেল্ফ সেন্সরশিপে। আমি বিশ্বাস করি স্বাধীন সংবাদমাধ্যম রাষ্ট্র পরিচালনায় প্রতিপক্ষ নয়, সহায়ক শক্তি। আজকের দিনে আমরা এই কালো আইন বাতিলের দাবি জানাই। উল্লেখ্য গত ৩মে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর উদ্যোগ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠানে সংগঠনের সাথে একাত্বতা ঘোষণা করে মানববন্ধন করে কাফরুল প্রেসক্লাব।