কান উৎসবে সোনালি আভা ছড়ালেন ইরিনা
কান উৎসবে সোনালি আভা ছড়ালেন ইরিনা
বিশ্বের জনপ্রিয় মডেলদের মধ্যে একজন ইরিনা শায়েক। এরই মধ্যে অনেক বিশ্বখ্যাত ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে দীর্ঘদিন মডেলিং করার পর গত বছরই ‘হারকিউলিস’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। আর তাই তো এবার কান চলচ্চিত্র উৎসবে অনেকেই অপেক্ষা করছিলেন ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই সুন্দরীর আগমনের। প্রেমিক অভিনেতা ব্রেডলি কপারের সঙ্গেই এখানে আসার কথা ছিল তার। তবে তা হলো না। এলেন একাই। আসার সঙ্গে সঙ্গে মনে হলো দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো কান উৎসব কর্তৃপক্ষের। কারণ, কান কর্তৃপক্ষ খোদ ইরিনার জন্য একটি উপহার রেখেছিল। এই গ্ল্যামার কন্যা লালগালিচায় প্রবেশের আগেই তাকে সেই উপহার বুঝিয়ে দেয়া হয়। লালগালিচায় ইরিনা আসার সঙ্গে সঙ্গে আলোকচিত্রীসহ সবাই একটু নড়েচড়ে বসেন। কারণ, সাজ, পোশাক, স্টাইলের দিক দিয়ে শতভাগ পারফেক্ট মনে হয়েছে ইরিনাকে। সোনালি কালারের পা খোলা একটি গাউন পরে লালগালিচায় আসেন তিনি। তার আবির্ভাবে যেন সোনালি সৌন্দর্যের আভা পুরো কান উৎসবে ছড়াচ্ছিল। অন্যরকম এক সৌন্দর্য দেবী ভর করেছিল ইরিনার ওপর। বিভিন্ন ধরনের আবেদনময়ী পোজও দেন তিনি আলোকচিত্রীদের উদ্দেশ করে। এ পর্যন্ত এবারের কান উৎসবের সবচেয়ে ফ্যাশনেবল তারকা হিসেবেও ধরা হচ্ছে ইরিনাকে। কারণ, পোশাকের সঙ্গে সাধারণ সাজে কিভাবে নিজেকে অসাধারণ করে তোলা যায় সেটাই দেখিয়েছেন তিনি। গতকাল উৎসবের অষ্টম দিনে তারকাদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। তবে এদিন ঐশ্বর্য রাই বচ্চন আবারও হেঁটেছেন রেড কার্পেটে। এদিন বিভিন্ন বিভাগে প্রদর্শিত হয়েছে ৫টি ছবি। তবে থমাস লেইবরিচ পরিচালিত ‘ইউথ’ ছবিটির প্রতি সবার আগ্রহ বেশি ছিল। এ ছবির তারকারাও রেড কার্পেটে হেঁটেছেন কয়েক দফা।