কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গুলিতে বন্দুকধারীসহ তিন জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

পুলিশ বলেছে, ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে অন্তত পাঁচটি স্থানে মধ্যরাতে এই ঘটনা ঘটে। পরে দুই পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্ত করা হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী একাই হামলা করেছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।