কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

09/10/2013 4:58 pmViews: 14

kader2.thumbnailনিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিয়েছেন রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।বুধবার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনসুর আলম এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী আকতার জাহাঙ্গীর হোসেন তুহিন গত ২৭ ফেব্রুয়ারি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে করুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর সাজানো গল্প বানিয়ে পত্রিকায় কলাম লেখা, বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাজাকার কমান্ডার বলে আখ্যায়িত করা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান সম্পর্কে আশালীন মানহানিকর বক্তব্য সম্বলিত কলাম লেখার অভিযোগ আনা হয়।

মামলায় কাদের সিদ্দিকীকে স্বশরীরে আদালতে হাজির হবার আদেশ দেয়া হলেও তিনি না আসায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে জানান বাদীর আইনজীবী।

Leave a Reply