কাদের সিদ্দিকীর আপিল শুনানি শেষ, রায় বিকালে

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপিলের শুনানি শেষ হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রোববার ১১টায় এ শুনানি শুরু হয়। রায় দেয়া হবে আজ বিকাল ৫ টায়।
বেলা পৌনে একটার দিকে শুনানি থেকে বের হয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, এই বিচারে আমার আস্থা রয়েছে। আশা করছি ন্যায় বিচার পাব।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ, নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, আবু হাসিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. আবদুল মোবারক, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, ইসির অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, উপ-সচিব মো. মহসিনুল হক ছাড়াও অন্য শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাদের সিদ্দিকী নিজেও শুনানিতে অংশ নেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও মাহবুব হাসান রানা। কৃষক শ্রমিক জনতা লীগের দলের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।
উল্লেখ্য, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের উপনির্বাচনে ঋণখেলাপির দায়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী কাদের সিদ্দিকী বীরোত্তম ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।