কাতারে হামলা চালানো থেকে সৌদি ও আমিরাতকে ঠেকিয়েছিলেন রেক্স টিলারসন

02/08/2018 12:30 pmViews: 15
কাতারে হামলা চালানো থেকে সৌদি ও আমিরাতকে ঠেকিয়েছিলেন রেক্স টিলারসন
 
কাতারে হামলা চালানো থেকে সৌদি ও আমিরাতকে ঠেকিয়েছিলেন রেক্স টিলারসন
কাতারের ওপর হামলা চালাতে চেয়েছিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। কিন্তু তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দুই দেশকে হামলা থেকে বিরত থাকতে ভূমিকা রেখেছিলেন।
অনুসন্ধানী সাংবাদিকতার ওয়েবসাইট দ্য ইন্টারসেপ্ট জানায়, গত বছরের জুনে সৌদি আরবের স্থল বাহিনী কাতারের সীমান্তে ঢোকার চেষ্টা করেছিল। তাদের সহায়তার আশ্বাস দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত।
তারা কাতারের রাজধানী দখলের পরিকল্পনা করেছিল। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী টিলারসন সেই প্রচেষ্টা থেকে দূরে থাকার জন্য দুই দেশের ওপর চাপ প্রয়োগ করেন। মার্কিন গোয়েন্দা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য ইন্টারসেপ্ট এই তথ্য জানায়।
ইন্টারসেপ্ট জানায়, কাতারের ওপর ওই হামলা পরিকল্পনা বাস্তবায়িত হতে দুই সপ্তাহ বাকি ছিল। মূলত, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র বিরুদ্ধে এই অভ্যুত্থান হামলার পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তাতে যুক্ত হতো কাতারের আল উদেইদ বিমান ঘাটি পরিবেষ্টিত সৌদি বাহিনী।
উল্লেখ্য, আল উদেইদ হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি। সেখানে প্রায় ১০ হাজার আমেরিকান সেনা অবস্থানরত রয়েছে।
হামলার সপ্তাহ দুয়েক আগে কাতারি গোয়েন্দা কর্মকর্তারা টিলারসনকে সৌদি ও আমিরাতের হামলা পরিকল্পনা সম্বন্ধে অবহিত করে। তখন টিলারসন সৌদি বাদশাহ সালমানকে হামলাটি না চালানোর জন্য আহবান জানান। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকেও এরকম একটি হামলার  ঝুঁকি সম্পর্কে তাদের বোঝাতে প্রণোদিত করেন।
টিলারসনের সৃষ্ট চাপে সৌদি ক্রাউন প্রিন্স এই হামলা চালানো থেকে পিছু হটতে রাজি হন। তিনি চিন্তিত ছিলেন, এই হামলা চালালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির সম্পর্কের অবনতি ঘটতে পারে।

Leave a Reply