কাতারে সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক
কাতারে সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পারস্য উপসাগরীয় দেশ কাতারকে সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে এরদোগান বলেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য যে মেগা প্রকল্প হাত নিয়েছে দোহা তা বাস্তবায়নে বেসরকারি খাত থেকে সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে আংকারা। তিনি কাতারকে সবক্ষেত্রে বিশেষ করে শিল্প ও সামরিক খাতে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন। সৌদিসহ কয়েকটি আরব রাষ্ট্রের সঙ্গে যখন কাতারের চরম কূটনৈতিক অচলাবস্থা চলছে তখন কাতারকে এসব সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিল তুরস্ক।
কাতারের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, এরদোগান ও শেখ তামিমের মধ্যে অর্থনৈতিক পর্যটন ও গবেষণা সহায়তার জন্য কয়েকটি চুক্তি সই হয়েছে। কাতার সফরের আগে এরদোগান কুয়েত সফর করেন।
কাতারের ঘনিষ্ঠ বন্ধু তুরস্ক
কাতারকে খাদ্যপণ্য দিয়ে পূর্ণ সহায়তা করেছে তুরস্ক। স্থলপথ চালুও করেছে খাদ্যপণ্য সরবরাহের জন্য। তুরস্কের সাথে নৌমহড়াও করছে কাতারের সেনাবাহিনী।যৌথ সামরিক মহড়া ছাড়াও তুরস্কের বৃহত্তম সামরিক প্রশিক্ষণ স্থাপনা কাতারে স্থাপিত হচ্ছে। কাতার সামরিক দিক থেকে আর তুরস্ক অর্থনৈতিকভাবে লাভবান হতে চাইছে। সব মিলিয়ে দু’দেশের সম্পর্ক খুবই ভালো বলা যায়।
এমতাবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতার সফরে গেছেন। দ্বিতীয়বার দোহা সফরে গেলেন তিনি। মঙ্গলবার এরদোগান রাজধানী দোহায় পৌঁছান এবং এরইমধ্যে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে আলোচনা করেছেন।
মাস খানেক আগে কাতারের আমির আংকারা সফর করেছিলেন এবং সে সময় দু’ নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কাতার সফরের সময় এরদোগান তুর্কি-কাতার সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির তৃতীয় বৈঠকে যোগ দেবেন।
কাতার সফরে এরদোগানের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু, তার স্ত্রী এমিন এরদোগান এবং তুরস্কের সেনাপ্রধান জেনারেল হুলুসি আকারসহ একটি প্রতিনিধিদল। এরদোগানকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল-আতিয়াহ।
সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর গত ৫ জুন কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে এবং ইরান ও তুরস্ক খাদ্যসহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে।