কাতারের আমিরকে ফোন করলেন ট্রাম্প

09/06/2017 3:03 pmViews: 4

কাতারের আমিরকে ফোন করলেন ট্রাম্প

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসে মদত দেয়ার অভিযোগে কাতারকে একঘরে করার জন্য সৌদি-সহ আরব দেশগুলোকে ধন্যবাদ জানানোর পরেই কাতারের আমিরকে ফোন করলেন।

ফোনে ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে বলেছেন, তার দেশ এই সমস্যা সমাধানে আলোচনায় সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

সন্ত্রাসে মদত দেয়ার অভিযোগে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে ছয়টি আরব দেশ। জল, স্থল ও আকাশপথে যোগাযোগও বন্ধ করেছে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত।

মার্কিন চাপেই এই পদক্ষেপ বলে টুইটারে দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু আজ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন ট্রাম্প।

কূটনীতিকদের মতে, রাশিয়া, তুরস্ক আলোচনায় আগ্রহী হওয়ায় ট্রাম্প ভোল বদলাচ্ছেন।

পশ্চিম এশিয়ায় বিমান চলাচলের সঙ্কট আজ আরো বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। কাতারগামী বা সেখান থেকে আসা যে কোনো বিমানকে নিজেদের আকাশসীমায় ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। দুই দেশের মধ্যে বিমান চলাচল আগেই বন্ধ হয়েছে।

Leave a Reply