কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি অনুমোদন
‘কাজের বিনিময় খাদ্য কর্মসূচির’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিন হাজার ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে কর্মসূচির অনুমোদন দেয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানান।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, গ্রামীণ রাস্তায় ছোট ছোট ১২ মিটার দৈর্ঘ্য সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় কাজের বিনিময়ে খাদ্য নিশ্চিত করা হবে। দেশের সমতল এলাকায় স্থানীয় হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের সঙ্গে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় রাস্তাগুলোর সংযোগ স্থাপনের মধ্য দিয়ে কৃষির উন্নয়ন করা হবে। প্রকল্পটি ৬৪ জেলায় বাস্তবায়িত হবে জানুয়ারি ২০১৬ থেকে জুন ২০১৯ মেয়াদে।
সভায় মোট ১২টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা।