কাউন্সিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে: বিএনপি
রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির জাতীয় কাউন্সিলের জন্য তিনটি স্থান চেয়ে আবেদন করেছিলাম। বুধবার রাতে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন কর্তৃপক্ষ স্থান ব্যবহার করতে দেবে বলে লিখিতভাবে জানিয়েছে।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করতে গণপূর্ত অধিদপ্তরে বিএনপি যে আবেদন করেছিল তা এখন প্রত্যাহার করে নেয়া হচ্ছে।