কাউন্সিলে নেতাকর্মীদের ঢল
কাউন্সিলে নেতাকর্মীদের ঢল

জাতীয়তাবাদী দল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও এর দুই ঘণ্টা আগেই কাউন্সিলস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সকাল ৮টার আগেই কাউন্সিলস্থলে উপস্থিত হয়েছেন কাউন্সিলর ও দলের নেতাকর্মীরা। কাউন্সিলকে ঘিরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছেন। বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে উপস্থিত হচ্ছেন। মূলত তিন হাজার ১শ’ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহণে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হচ্ছে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন কাউন্সিলের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া।