কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, নিহত ৯
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসার ৫তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় বাড়ির ভেতরে থাকা ৯ জন জঙ্গি সদস্যের সবাই নিহত হয় বলে জানানো হয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতে অভিযান চালানোর সময় পুলিশের সাথে গোলাগুলির পর কল্যানপুরের ঐ বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ। ভোর ৫ টা ৫১ মিনিট থেকে ৬ টা ৫১ মিনিট পর্যন্ত এক ঘন্টাব্যাপী চলে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান জানান, ভোর ৫ টা ৫১ মিনিট থেকে ৬ টা ৫১ মিনিট পর্যন্ত জঙ্গিদের আস্তানায় এক ঘণ্টা ধরে পুলিশ ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এই অভিযান চালায়। অভিযানে পুলিশের সঙ্গে সোয়াত র্যাবসহ অাইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা অংশ নেয়। এতে ৯ জঙ্গি মারা যায়।
তিনি আরো জানান, রাতে ঘটনাস্থল থেকে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে সকাল সাড়ে ৭ টায় ঘটনাস্থলে আসেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক সহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা। এলাকাটি এখনো অাইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। যান চলাচল বন্ধসহ এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।