কলারোয়ায় নবনির্বাচিত এমপির গাড়ি বহরে হামলার চেষ্টা ॥ পুলিশের গুলি বর্ষণ ॥ এক যুবক আটক
কলারোয়ার ওফাপুর এলাকায় সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহর গাড়ি বহরের উপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। আটক হয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১টার দিকে উপজেলার ওফাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে ওফাপুর এলাকায় নবনির্বাচিত সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহর গাড়ি বহরে একদল দূর্বৃত্ত লাঠিসোটা নিয়ে আক্রমনের চেষ্টা করে। এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ গুলে ছুড়ে দূর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খাঁন পিপিএম জানান, সোমবার দুপুর ১টার দিকে ওফাপুর এলাকায় সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহর গাড়ি বহর যাওয়ার সময় গ্রামের ভিতর দূর থেকে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে একদল ব্যক্তি অঙ্গভঙ্গি করছিল। তারা গাড়িবহরে হামলার উদ্যত হলে পুলিশ ৮রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে। পরে বেলা দেড়টার দিকে ওফাপুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে আল মামুন (১৫) নামের এক যুবককে আটক করে পুলিশ। সে তলুন্দিয়া গ্রামের আ.গফফারের পুত্র।