কলম্বিয়ার কাছে ব্রাজিলের হার
১৮ জুন, ২০১৫
কলম্বিয়ার কাছে হেরে গেল ব্রাজিল। কোপা আমেরিকায় ব্রাজিলের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল কলম্বিয়া। চিলিতে অনুষ্ঠানরত টুনামেন্টে বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) প্রথমার্ধের ৩৬ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন মুরিলো। প্রথমার্ধের পর কলম্বিয়া শেষ পর্যন্ত খেলা শেষ করে ১-০ ব্যবধানেই। গোল পরিশোধে ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তবে যোগ্য দল হিসেবেই এই ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া।
বিরতির সামান্য আগে ব্রাজিল গোল পরিশোধের সেরা সুযোগ পেয়েছিল। কিন্তু নেইমার সেরা সুযোগটি কাজে লাগাতে না পারায় এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নেইমার আবার হলুদ কার্ড পেয়েছেন। ফলে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। নেইমার আগের ম্যাচেও হলুদ কার্ড পেয়েছিলেন।
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-কলম্বিয়া। এরপর গত সেপ্টেম্বরে দুঙ্গার দ্বিতীয় দফা কোচিংয়ের প্রথম ম্যাচেই ব্রাজিল ১-০ গোলে হারিয়ে দিয়েছিল কলম্বিয়াকে।
এবারের কোপায় নিজস্ব প্রথম ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হারিয়েছিল পেরুকে।